Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কাল বৈশাখী ঝড়ে ঘরবাড়ী-বোরোধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে কাল বৈখাশী ঝড়ে প্রায় পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ির ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও সহ¯্রাধিক গাছ-পালা উপড়ে পড়েছে রাস্তাঘাটে। বিদ্যুতের খুঁটি তার ছেড়ে ল-ভন্ড হয়ে পড়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ফসলের।
সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার ওপর দিয়ে কাল বৈশাখী ঝড়ে এসব ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, আধাঘন্টাব্যাপি কাল বৈশাখী ঝড়ে জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই, হবিবনগর, ভবানীপুর, যাত্রাপাশা, জগন্নাথপুর, হবিবপুর, কেশবপুর, লুদরপুর, ইসহাকপুরসহ উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৫ শতাধিক কাঁচাঘর বাড়ির বিপর্যস্ত হয়েছে। ভেঙে পড়েছে অসংখ্যক কাঁচা বসতঘর। উড়ে গেছে শত শত ঘরবাড়ির টিনের চাল। পৌশহরেরসহ উপজেলার বিভিন্ন হাটবাজারের ব্যবসা প্রতিষ্টানে ব্যাপক ক্ষতি হয়েছে।  জগন্নাথপুরের আনাচে-কানাছে হাজারো গাছ গাছালি উপড়ে পড়ে আছে। জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কে শতাধিক গাছ ভেঙে সিলেট থেকে আসা জগন্নাথপুরের বিদ্যুতের ৩৩ হাজার কেভি সংযোগ লাইনে পড়ে তার ছিড়ে পড়ে আছে অসংখ্যস্থানে। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। ঝড়ের সঙ্গে সামান্য শিলাবৃষ্টি বয়ে যাওয়ায় পাকা বোরো ফসলের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে বলে কৃষকরা জানিয়েছেন।
জগন্নাথপুরের সর্ববৃৎ নলুয়া হাওরপাড়ের কৃষক নেতা হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান বলেন, কাল বৈশাখী ঝড়ের থান্ডবে নলুয়া হাওরপাড়ের ভুরাখালি, দাসনাগাঁও, চিলাউড়া, সমদলসহ বিভিন্ন গ্রামের অসংখ্যা বসতবাড়ির বিধ্বস্ত হয়েছে। ওড়ে গেছে ঘরের টিনের চাল। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে বোরো ফসলের। পাকাধান জমিনেই পড়ে গেছে। তিনি বলেন, এমনতিতেই এবার ব্রি-২৮ জাতের ধানের চিটা মড়ক থাকায় কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যে শিলাবৃষ্টিতে আরোও ক্ষতির সম্মুখিন হলেন কৃষকরা।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, কাল বৈশাখী ঝড়ে বোরো ধানের  তেমন ক্ষতি হয়নি। তারপরও আমরা খোঁজখবর রাখছি।
জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ বিভাগের প্রধান কর্মকর্তা প্রকৌশলী আজিজুল ইসলাম বলেন, কাল বৈশাখী ঝড়ে জগন্নাথপুরের বিদ্যুৎ খুটি ও তার ছিড়ে গেছে। অসংখ্যা গাছ গাছালি বিদ্যুতের তারে পড়ে আছে। জগন্নাথপুর-সিলেট সংযোগ লাইনে কমপক্ষে ২০ থেকে ২৫টি স্থানে বিদ্যুতের তারে গাছ পড়ে।

আমরা বিদ্যুৎ সরবরাহ রাখতে কাজ করছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থের তালিকা তৈরীর কাজ চলছে।

Exit mobile version