Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কিশোরীকে গণধর্ষণ: আটক দুই

স্টাফ রিপোর্টার :: বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে সিলেটের বিশ্বনাথের এক কিশোরীকে সুনামগঞ্জের জগন্নাথপুরে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া
গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুুতি চলছে।
ধর্ষণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে জগন্নাথপুর থানা পুলিশ বুধবার দুইজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই এলাকার বাসচালক আইনুল হক ও বাসষ্ট্যন্ডের ম্যানেজার জগন্নাথপুরের কুমারখালী এলাকার জিতু মিয়ার বাড়িতে থাকা ভাড়াটিয়া বুরহান উদ্দিন।
এদিকে আইনুল হক ইকড়ছই এলাকার স্থায়ী বাসিন্দার নয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সুনির্দিষ্ট ভাবে এখনও তার স্থায়ী ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বিশ্বনাথ উপজেলার ফেনারগাঁও গ্রামের চেরাগ আলীর মেয়ে (১৫) মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে মঙ্গলবার দুপুরে বের হয়ে মিনিবাসে উঠে জগন্নাথপুর উপজেলা সদরে নামে। পরে রিকশা যোগে সুনামগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় যায়। সেখানে দীর্ঘক্ষন একটি দোকানের সামনে বসে থাকতে
দেখে দোকান মালিক মেয়েটির বাড়ি কোথায় জানতে চাইলে মেয়েটি রাগ করে বাড়ি
থেকে বের হয়ে এসেছে বলে জানায়। পরে দোকান মালিক মেয়েটির মা কে ফোন দিলে
তিনি মেয়েটিকে গাড়িতে তুলে বাড়িতে পাঠিয়ে দেয়ার অনুরোধ করেন। এসময় দোকানে
থাকা মিনিবাস চালক আইনুল হক মেয়েটিকে বিশ্বনাথের গাড়িতে তুলে দেয়ার কথা
বলে মেয়েটিকে নিয়ে যায়। মিনিবাস চালক মেয়েটিকে গাড়িতে তুলে না দিয়ে
বাসষ্ট্যান্ডের ম্যানেজার বুরহান উদ্দিনের জগন্নাথপুর গ্রামের জিতু মিয়ার
কলোনীর ভাড়া বাসায় নিয়ে সারা রাত জোরপূর্বক মেয়েটিকে তাদের আরো দুই
সহযোগীসহ চারজন মিলে ধর্ষন করেন। পরিদন বুধবার সকালে মেয়েটি জগন্নাথপুর
থানায় এসে পুলিশকে বিষয়টি জানায়।
জগন্নাথপুর থানার উপ-পরির্দশক লুৎফুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,
মেয়েটির কথামতো অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় সম্পৃক্ত আরো দুইজন কে ধরতে
আমরা অভিযান অব্যাহত রেখেছি। জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশ জগন্নাথপুর টুয়েন্ট্ফোর ডটকমকে বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে
মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

Exit mobile version