Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে “কুত্তা গাড়ী”র চাপায় অটোরিকশার চালকসহ শিক্ষিকা আহত

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে বেপরোয়া গতির

কুত্তা গাড়ী ( ট্রলি)র চাপায় অটোরিকশায় চালকসহ এক শিক্ষিকা আহত হয়েছে। তাদের কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে জগন্নাথপুরের হবিবপুর আব্দুল তাহিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকতবর্তী এলাকায় এ দুঘর্টনাটি ঘটেছে।

প্রত্যক্ষদ্রশী ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের বাসিন্দা স্থানীয় মশাজান আব্দুল কাদির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শেফালী বেগম (৪৫) একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে  মিরপুর এলাকা থেকে উপজেলা সদরের প্রশিক্ষণে অংশ নিতে আসছিলেন। হবিবপুর এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে ছুটে আসা একটি বেপোয়ারা “কুত্তা গাড়ী” অটোরিকশাকে চাপা দেয়। অটোর চালক কেশবপুরের লেবু মিয়া (৪০) ও যাত্রী শিক্ষিকা শেফালী বেগম আহত হন। তাদের কে  স্থানীয় লোকজন উদ্ধার করে

উপজেলা স্বাস্হ্য  কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ।

Exit mobile version