Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কৃষক নুরুল হক হত্যাকান্ডের ঘটনায় আটক ৪ জনকে জেল হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর(নতুনপাড়া) গ্রামের কৃষক নুরুল হক সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় পুলিশের হাতে আটককৃত নারীসহ ৪জনকে মামলার আসামী করে আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর (নতুনপাড়া) গ্রামের কৃষক নুরুল হক(৫০) এর মালিকানাধীন বোরো ফসলের পাকা ধান নিকটবর্তী পাইলগাও ইউনিয়নের হাড়গ্রামের সুভাষ কর, বৈষ্ণব করগংদের লোকজন গরু দিয়ে ফসল খাওয়ানোর জের ধরে কথাকাটাকাটির এক পযার্য়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষের লোকজন।এতে ঘটনাস্থলেই নিহত হন জমির মালিক নুরুল হক। এ ঘটনায় নিহতের ছেলে সাইদুল হকসহ তাদের পক্ষের ৪জন আহত হন। খবর পেয়ে জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শনকালে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের কানাই করের ছেলে করুনা কর (৪৫), সুভাষ করের স্ত্রী শিল্পী রানী কর(৩৫), পাখি করের স্ত্রী সীমা রানী কর(৩২) ও নিবারণ করের স্ত্রী দিপ্তী রানী কর(৪৫)। তাদের আজ সোমবার সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version