Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কৃষক পিতার স্বপ্নভঙ্গ

স্টাফ রিপোর্টার: কৃষক বাবা স্বপ্ন দেখেছিলেন ছেলেকে বিদেশে পাঠালে হয়তো ঘুচবে সংসারের দীর্ঘদিনের অভাব অনটন। তাই দালালদের হাতে শেষ সম্বল এক টুকরো জমি বিক্রি করে সব টাকা তুলে দেন । ছেলেও বিদেশে যায় কিন্তু এক বছর ঘুরতে না ঘুরতেই সব স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়। ছেলে হারানোর শোকে মুয্যমান কৃষক পিতা এখন বাকরুদ্ধ। জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের কৃষক কামাল মিয়া ছেলে সুজন মিয়া (২৭) কে আড়াই লাখ টাকা খরচ করে প্রায় ১০ মাস আগে ওমান পাঠানো হয়। সেখানে গিয়ে ছেলেও গাড়ির গ্যারেজে কাজ নেয়। বাবা- মা ভাইদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখত। হঠাৎ করে সুখের সেই সংসারে অন্ধকার নেমে আসে। প্রায় একমাস আগে কৃষক কামাল মিয়া মুঠোফোনে খবর পান ওমানে গাড়ির গ্যারেজে সিল্ডিডার বিস্ফোরনে আহত হয়েছে সুজন। সেখানে সামান্য চিকিৎসা নিয়ে ঝলসানো দেহ নিয়ে তাকে ফিরে আসতে হয় দেশে। দেশে এসে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সে মারা যায়। শুক্রবার বাদজুম্মা নামাজের জানাযা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। সেই সাথে কৃষক বাবার স্বপ্নের সমাধি ঘটে। কৃষক কামাল মিয়া জানান, দুই পুত্র ও স্বামী স্ত্রী নিয়েই তাদের সংসার। বড় ছেলে মানসিক অসুস্থ হয়ে বাড়িতে আছে। একমাত্র কর্মক্ষম ছেলে হিসেবে শেষ সম্বল ও আত্বীয় স্বজনদের কাছ থেকে ধার দেনা করে ছেলেকে বিদেশ পাঠাই। কিন্তু এক বছর যেতে না যেতেই আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এখন আমি ঋণগ্রস্থ হয়ে পড়েছি। এলাকার তরুণ সমাজকর্মী প্রতিবেশী মাছুম আহমদ বলেন, ছেলেটি হারানোর বেদনায় ওই পরিবারের কান্নার পাশাপাশি পুরো গ্রামবাসী শোকাহত। আমরা আশা করেছিলাম বিদেশে সে যে কোম্পানীতে চাকুরী করত তারা হয়তো কিছু আর্থিক সহায়তা করবে। ছেলেটির পরিবার এখন দিশেহারা। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হক বলেন, ঘটনাটি মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই পরিবারের পাশে থাকার চেষ্ঠা করব।

Exit mobile version