Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কৃষি বিষয়ে নারীদের প্রশিক্ষন

স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্য আয়বর্ধক কর্মকান্ডে উৎসাহিত করতে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গতকাল সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১২০জন কৃষাণী প্রশিক্ষনে অংশ নেন। উপজেলা পরিষদ সন্মেলনকক্ষে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার কৃষানীদের প্রশিক্ষন দেন।
কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জানান,নারীদের জীবনযাত্রার মানন্নোয়নের লক্ষ্যে ঘরে বসে আয় বর্ধক কাজ করে কীভাবে স্বাবলম্বী হওয়া যায় এবিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তিনি বলেন,পারিবারিক কাজ কর্মের ফাঁকেও ঘরে বসে অনেক নারী বিভিন্ন উপায়ে আয় করতে পারেন। তাদেরকে এসব বিষয়ে উৎসাহিত করতে প্রশিক্ষন দেয়া হয়। প্রত্যেক প্রশিক্ষানার্থীদেরকে দুইশত টাকা করে প্রশিক্ষন ভাতা প্রদান করা হয়।

Exit mobile version