Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কোরবানির পশুর চামড়া যথাযথভাবে প্রক্রিয়াজাত ও বিক্রি করতে ব্যবসায়ীদের তালিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার – কোরবানির পশুর চামড়া যথাযথভাবে প্রক্রিয়াজাত ও বিক্রি ্ করতে কোরবানিদাতাদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। গতকাল উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের পক্ষ থেকে প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ স্বাক্ষরিত পত্রে ২৬ জন চামড়া প্রক্রিয়াজাতকারীর নাম ও মুঠোফোন নম্বর প্রকাশ করা হয়।
জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম পাঠকের সুবিধার জন্য তা প্রকাশ করা হল।

জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ বলেন, চামড়া যথাযথ ভাবে প্রকিয়ার মাধ্যমে তা বিক্রয় করার সুবিধার জন্য আমরা তালিকা কোরবানিদাতাদের সুবিধার জন্য দিয়েছি। আশা করছি সবাই কোরবানির পশুর চামড়া প্রক্রিয়া করে ক্রয় বিক্রিয় করতে পারবেন।

Exit mobile version