Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কোরবানির মাংস কাটার কাজে ব্যস্ত সবাই

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাড়ী বাড়ী কোরবানির পশুর মাংস কাটার ধুম পড়েছে।
বুধবার পবিত্র ঈদুল আযহার ঈদের জামাত আদায়ের পর বৃত্তশালীরা তাদের সামর্থ্যক অনুয়ায়ী পশু কোরবানি দেন। অধিকাংশরাই সকাল ৯টা থেকে সকাল ১১ টার মধ্যেই কোরবানির জুবাইয়ের কাজ সম্পন্ন করেছেন। পাড়া-মহল্লা ও গ্রামের লোকজন দলবদ্ধ হয়ে বাড়ী বাড়ী গিয়ে কোরবানির পশুর মাংস কাটার কাজে তারা এখন ব্যস্ত রয়েছেন। মাংস কাজের কাজ শেষ হয়ে গেলে ইসলামী নিয়ম অনুয়ায়ী দরিদ্র, প্রতিবেশী ও স্বজনদের মধ্যে নিজের মধ্যে ভাগ বন্টন করে বিচরণ করা হবে।

Exit mobile version