Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কোরবানির শেষ হাটে ক্রেতাদের ঢল নামলেও দাম বেশি হওয়ায় বেচাবিক্রি কম

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরএলাকার ভবেরবাজার সংলগ্ন মাঠে কোরবানির পশুর শেষ হাট বসে মঙ্গলবার।
কোরবানির শেষ বাজার হওয়ায় ঢল নামে ক্রেতাদের। তবে দামদর চড়া হওয়ায় বেচাবিক্রি কম হয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা।
ক্রেতা বিক্রেতারা জানান, রাত পোহালেই পবিত্র ঈদুল আযহা। অর্থাৎ কোরবানির দিন। যে কারনে কোরবানির শেষ হাটে ক্রেতাদের ঢল নামে। হাটে গরু-ছাগলের বেশি ছিল।
ঈদের শেষবেলায় হাটে গরু ছাগলের দাম চড়া হওয়ায় অনেকেই চাহিদা অনুয়ায়ী ক্রয় করতে পারেন বলে ক্রেতারা জানিয়েছেন। অন্যদিকে বিক্রেতারা জানান, হাটে ক্রেতাদের উপচেপড়া ভীড় থাকলেও ন্যায্য দাম না পাওয়ায় বেচাবিক্রি কম হয়েছে।
মোতাহীর আলী নামে এক ক্রেতা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার প্রথম থেকেই পশুরহাটে দেশী গরু আসছে। বিদেশী গরু না থাকায় দাম বেশি। তাই অনেকেই গরু না কিনেই বাড়ী ফিরছেন। র্দীঘ সময় বাজার ঘুরে অবশেষে ৩৩ হাজার টাকা দিয়ে একটি দেশী ছোট আকারের গরু কিনেছি।
বিক্রেতা রফু মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শেষ বাজারে ক্রেতাদের ঢল নামলেও বিক্রি হয়েছে খুবই কম। ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে না। এবছর বেচাবিক্রি ভালো হয়নি বলে তিনি জানিয়েছেন।

Exit mobile version