Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে খেলতে গিয়ে মুখে লোহার রড ডুকে শিশু গুরুত্বর আহত

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরের পল্লীতে খেলাধুলা করতে গিয়ে   পাকা ভবনের একটি লোহার রডের আঘাতে এক শিশু আহত হয়েছে। শিশুর মুখে একটি লোহার রড ডুকে গিয়ে আটকে পড়ে। এতে সে আহত হয়।

আহত শিশুর নাম মোফাজ্জল হোসেন (৯)।  সে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামের জুয়েল আহমদের ছেলে।

স্থানীযরা জানান, আজ শুক্রবার বিকেলে শিশু মোফাজ্জল তার বাড়ীর পাশে এক প্রবাসীর পাকাবাড়ীর সামনে খেলাধুলা করছিল অন্য শিশুদের সঙ্গে। হঠাৎ করে  অসাবধনতাবসত বাড়ীর একটি লিন্ডারের রড শিশুর মুখের একপাশ দিয়ে ডুকে অপরপাশ দিয়ে বাহির হয়ে রডটি মুখেই আটকে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানি হাসপাতাল প্রেরণ করেছেন।

শিশুরটির বাবার রাত ১১টায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সময় আমি বাড়ীতে ছিলাম না। শুনেছি একটি লিন্ডারের লোহার রড আমার শিশুর মুখে ডুকেছে। বর্তমানে সিলেটে তার অপারেশন চলছে। তিনি তার ছেলের সুস্থতার জন্য সবার নিকট দোয়া হয়েছেন।

 

Exit mobile version