Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে খোলে দেওয়া হলো হাওরের ফসলরক্ষা স্লুইচ গেট ও বাঁধ

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে খোলে দেওয়া হলেও হাওরের ফসলরক্ষা স্লুইচগেট ও স্লুইচ গেটের বিকল্প বাঁধগুলো।
সোমবার বিকেলে উপজেলার ৪টি স্লুইচ গেট খোলে দেয়া হয়।
জানা যায়, জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরের ফসলরক্ষায় ইড়ছইছ এলাকায় স্লুইচগেট, ভুরাখালি, মনাইখালি ও বেতাউকা স্লুইচ গেট। এসব স্লুইচ গেটের সামনে বিকল্প হিসেবে চারটি বাঁধ নির্মাণ করা হয়। গতকাল এসব গেটগুলো খোলে দেওয়া হয়েছে। এছাড়াও ওই বিকল্প বাঁধগুলোও কেটে দেয়া হয়।
জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ড কার্যায়ের প্রধান কর্মকর্তা হাসান গাজী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতিধ্যে নলুয়া ও মইয়ার হাওরে শতভাগ ধান কাটা শেষ হয়ে গেছে। গত কয়েকদিনে জগন্নাথপুরের নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জে পানি উন্নয়ন র্বোডের নির্বাহী প্রকৌশলী খুশি মোহন সরকার ও জগন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুম মহোদয়ের নির্দেশনায় আমরা স্লুইচ গেট ও বিকল্প বাঁধগুলো কেটে দেওয়া হয়েছে।
এবিষয় জগন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুরে পানির প্রচন্ড চাপ সৃষ্টি হওয়ায় যেসব হাওর শতভাগ ধান কাটা শেষ হয়ে গেছে ওইসব এলাকার স্লুইচগেই ও বাঁধ কাটার সম্মতি নিয়েছি আমরা।

Exit mobile version