Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে গণশুনানীতে জেলা প্রশাসক- জনগনের সেবা নিশ্চিত করতে হবে

স্টাফ রিপোর্টার::
সুনামগন্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেছেন, জনগনের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকারের নির্দেশনায় আমরা কাজ করছি। তিনি বলেন, ভূমি সেবাপ্রদানে
লোকজনের সঙ্গে ভালো আচারন করতে হবে। ভুমি সংক্রান্তে কাজে আসা লোকজন যেন হয়রানীর শিকার না হয়। তিনি বলেন, এসব কাজে কোনো প্রকার অনিয়ম, দূনীতির
বরদাশত করা হবে না। আন্তরিকতার সঙ্গে জনসাধারণকে সেবা দেওয়ার জন্য তিনি আহবান জানান।
বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে পরিষদ প্রাঙ্গণে আয়োজিত গণশুনানীর বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাংবাদিক আব্দুল হাই, গোবিন্দ
দেব, এলাকার বাসিন্দা ভূমিহীন আব্দুল হালিম, কনক বিবি, লিটন মিয়া প্রমুখ। পরে জগন্নাথপুরের একটি পৌরসভার ও উপজেলার ৮টি ইউনিয়নের ৪১জন ভূমিহীন
ব্যক্তির মধ্যে ভূমির দলিল বিতরণ করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে জগন্নাথপুর উপেজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায়
উপজেলা পরিষদ প্রাঙ্গণ র্যালি অনুষ্ঠিত হয়। পরে জগন্নাথপুর উপজেলা সহকারি (ভূমি) কমিশনার ইয়াসির আরাফাতের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন
কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাসিম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি পৌর প্যানেল চেয়ারম্যান শফিকুল হক,
সাংবাদিক আব্দুল হাই, গোবিন্দ দেব প্রমুখ।

Exit mobile version