Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে গণসমাবেশে-ফয়েজ আহমদকে সম্মিলিত জাতীয জোটের মনোয়ান দেওয়ার দাবী

স্টাফ রিপোর্টার::  জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের সম্ভব্য এমপি পদপ্রার্থী বাংলাদেশ খেলাফত মসলিসের দলীয় মনোনীত ও সম্মিলিত জাতীয় জোটের মনোনয়ন প্রত্যাশি খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ এর সমর্থনে গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর শহরের হেলিপ্যাড মাঠে প্রথম নির্বাচনী গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশ সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল মুনঈম শাহিন।  এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা জুবায়ের আহমদ আনসারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, দলের মহাসচিব মাওলানা মুফতি মাহফুজুল হক, যুগ্ম-মহাসচিব জালাল উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল আজিজ, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সুনামগঞ্জ ৩ আসনের সম্ভব্য প্রার্থী মাওলানা ফয়েজ আহমদ, অফিস ও বায়তুলমাল বিষয়ক  সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।
খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক  মাওলানা সাইফুর রহমানের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় কমিটির সভাপতি আতাউল্লাহ হোসাইনী,কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ওমৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতি হাবীবুর রহমান কাশিমী, সিলেট মহানগরের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, হবিগঞ্জ জেলার শাখার নির্বাহী সভাপতি প্রফেসর আনোয়ার আলী, সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা নুর উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি শায়খ মুছা মোল্লা,  সহ-সভাপতি নুরুল আলম খান জাহাঙ্গীর, সৈয়দ মুনসিফ আলী, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা ইকবাল হোসেন, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক কাজী জুনায়েদ আহমদ, সুনামগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল জলিল, ডা: আতাউর রহমান, সিলেট জেলা প্রশিক্ষণ সম্পাদক ডা. মোস্তফা আজাদ, সুনামগঞ্জ জেলা ছাত্র মজলিস সভাপতি কবির আহমদ, সেক্রেটারি জাহাঙ্গীর বিন হারুন, জগন্নাথপুর  উপজেলা  শাখার সভাপতি কাওছার আহমদ, সাধারন সম্পাদক  মঈনুল বিন জামান,সহ-সভাপতি মাওলানা সৈয়দ তহুর আহমদ, মাওলানা আবদুল কদ্দুছ, রিয়াজ উদ্দিন রাজু, মাওলানা ছমির উদ্দিন সালেহ, মাওলানা শামসুল হক, মাওলানা খসরু খান প্রমুখ।
সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় মনোনীত প্রার্থী মাওলামা ফয়েজ আহমদকে আগামী নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে সম্মিলিত জাতীয় জোটের মনোনয়ন দেওংয়ার জন্য আহবান জানানো হয়।
এদিকে সমাবেশ শুরুর পূর্বে পৌর শহরে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
Exit mobile version