Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে গরু চুরির ঘটনায় জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জের জগন্নাথপুরে গরু চুরির ঘটনার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সোনা মিয়া ও আবদুল হান্নানের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের আপ্তাব উদ্দিনের গোয়ালঘর থেকে ৫-৬ দিন পূর্বে গভীররাতে গরু চুরির সময় আপ্তব উদ্দিন চোরদের উপস্থিতি টের পেয়ে শুরচিৎসার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে পালিয়ে যাওয়ার প্রাক্কালে এক চোরকোল আটক করেন। ওই আটককৃত ওই চোর লোকজনকে জানায়, নোয়াগাঁও গ্রামের সোনা মিয়ার ছেলে জাকির মিয়াসহ কয়েকজন চুরির ঘটনায় জড়িত। এ ঘটনায় শুক্রবার বাদজুম্মা সালিশ বৈঠক বসার কথা থাকলেও সালিশ বৈঠকের আগের দিন বৃহস্পতিবার বিকেলে আবদুল হান্নানের ভাতিজা ছায়াদ মিয়া ও সোনা মিয়ার শ্যালক শাহজাহান মিয়ার মধ্যে এ নিয়ে কথাকাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহতদের মধ্যে রোকসানা বেগম (৫৫),, জাকির হোসেন (২৫), তখলিছ মিয়া, আবুল মিয়া (৩৫), হায়দার আলী (৪৮), বদরুল ইসলাম (২৬), ফজলু মিয়া (৩০), আপ্তাব আলী (৫০), আমির হোসেন (২৫), ইকু মিয়া (২২), ও আক্কাস মিয়া (৪৬)কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় থানায় এখনও কোন পক্ষ লিখিত অভিযোগ দায়ের হয়নি।
তাং ২৪-০৮-১৮

Exit mobile version