Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে গুরুত্বপূর্ন দু’টি সড়ক অচল, লাখো মানুষের দূর্ভোগ চরমে

বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গুরুত্বপূর্ন দুইটি সড়ক অচল হয়ে পড়েছে। আইনী জটিলতা ও বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়ায় মাসখানিক ধরে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে লাখো মানুষের অবর্ণীয় দূর্ভোগ পোহাচ্ছেন।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, জগন্নাথপুরের ভবেরবাজর-নয়াবন্দর- গোয়ালাবাজার সড়কের ১১ কিলোমিটার দীর্ঘদিন সংস্কারহীন থাকার পর ২০১৫ সালে সংস্কার কাজের চার কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ পায় পায় সজিব রঞ্জন দাশ এর ঠিকাদারী প্রতিষ্ঠা। ২০১৬ সালের ১৩ জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও সামান্য কিছু অংশ কাজ শুরু হওয়ার পর বন্ধ হয়ে যায় কাজ। ঠিকাদার কাজ বন্ধ করে ওই বছরের অক্টোবর মাসে চুক্তি বাতিলের চিঠি দিলে ঠিকাদার ২০১৬ সালের ১৭ নভেম্বর হাইকোর্ডে শরনাপন্ন হয়ে কাজের মেয়াদ বাড়ানোর জন্য রিট পিটিশন দায়ের করেন। এর পর থেকে আইনী জটিলনায় সংস্কার কাজ বন্ধ হয়ে যায়। এর মধ্যে সাম্প্রতি বন্যায় এই ভাঙা-চুরা সড়ক ভেঙে সড়কটি এখন অচল হয়ে পড়েছে।
ফলে ওই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী আশারকান্দি, সৈয়দপুর-শাহারপাড়া, পাইলগাঁও ইউনিয়নসহ জগন্নাথপুরের পাশ্ববর্তী বালাগঞ্জ-ওসমানিনগর থানার লাখো মানুষ অবর্নীয় দূর্ভোগে ভূগচ্ছেন। এলাকাবাসী সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসুচী পালন করলেও কোন সুফল পাননি।
আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আমীর খান সাব্বির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবেরবাজার-নয়াবন্দর-কাঠালখাইড়- গোয়ালাবাজর সড়কের দুর্ভোগের কথা বর্ণনা করার ভাষা নেই। এই একটি সড়কের কারনে আশারকান্দি ইউনিয়নজুড়ে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড মান করে দিচ্ছে।
এদিকে জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের ১৩ কিলোমিটার সড়ক অনেকদিন ধরে সংস্কার কাজ না হওয়া নেই। যে কারনে সড়কজুড়ে গর্ত ও খানাখন্দে চলাচল অনুপযোগি হয়ে উঠেছে। সম্প্রতি বন্যায় এ সড়কের পূর্ব কাতিয়া থেকে বড় ফেচিবাজারসহ প্রায় এক কিলোমিটার সড়ক পানিতে ডুবে যায়। এখনও সড়কের বিভিন্নস্থানে পানি রয়েছে। জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের পরিবহন নেতা আব্দুল মুকিত বলেন. সংস্কারহীন সড়কটি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হওায় প্রায় এক মাস ধরে ওই সড়কের সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখনও সড়কের বিভিন্ন স্থানে হাঁটু পানি পর্যন্ত রয়েছে।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহান আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়কটি আমাদের ইউনিয়ন ধেষে বেগমপুর গেছে। এ সড়কটি খুবই গুরুত্বপূর্ন। এই সড়কটি দিয়ে উপজেলাবাসী বেগমপুর হয়ে ঢাকাসহ সিলেটের বিভিন্ন স্থানে যাতাযাত করেন। অনেকদিন ধরে সংস্কার কাজ না হওয়ায় বড় বড় গর্ত ও খানাখন্দে চলাচলে মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া বন্যার সড়ক ভেঙে ভেঙে পড়ছে।
জগন্নাথপুরের এলজিইডি কর্মকর্তা গোলাম সারোয়ার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবেরবাজর-নয়াবন্দর- কাঠালখাইড়- গোয়ালাবাজার সড়কের সংস্কারকাজটি আইনি জটিলনা নিরসন হয়েছে। বন্যার পানি কমার পরই রাস্তার কাজ শুরু হবে।
এছাড়া জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়ক সংস্কারের জন্য ২ কোটি টাকা বরাদ্দ হওয়া হয়েছে। বন্যাপরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে সড়কের কাজ শুরু হবে।

Exit mobile version