Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে গোরারগাঁও মুসলিম স্টুডেন্ট ইউনিটি’র্ উদ্যোগে রুমনের রুহের মাগফিরাত কামনায় দোয়া

সুহেল হাসান:: সুনামগঞ্জের জগন্নপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শিক্ষামূলক সংগঠন গোরারগাঁও মুসলিম স্টুডেন্ট ইউনিটি’র উদ্যোগে সংঘটনের যুগ্ম সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রুমন মিয়া সড়ক দূর্ঘটনায় অকাল মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়োছে। ২৫জুন রবিবার গোরারগাঁও জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয় । দোয়া মাহফিল পরিচালনা করেন জগন্নাথপুর ইয়াকুবিয়া হিফজুল ক্বোরআন বোর্ডের সেক্রেটারী ক্বারী হাফিজ নুরুল হক । এতে উপস্তিত ছিলেন, গোরারগাঁ জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি সাবেক মেম্বার লাল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী ময়না মিয়া, ক্যশিয়ার ছুরত মিয়া, মোতাল্লি ফজর আলী, সমাজ সেবক আনা মিয়া, গোরাারগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল রশিদ আব্বাাসী, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সেক্রেটারী লায়েক মিয়া । অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, প্রবাসী জাহাঙ্গীর আলম, জিএমএসইউ’র প্রতিষ্টাতা সভাপতি রাজন মিয়া, প্রতিষ্টাতা সেক্রেটারী সাংবাদিক সুহেল হাসান,সাংবাদিক কামরুল ইসলাম মাহি, কলকলিয়া ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, আব্দুর নুর, ক্বারী এখলাছুর রহমান, ফরিক মিয়া, সায়েক আহমদ, সুজন মিয়া, রাজু মিয়া, রিমন মিয়া, জিএমএসইউ’র সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান প্রমুখ ।

উল্লেখ্য যে গত ২৩ মে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের তেলিবাজার এলাকায় সকালে মহাসড়কে সিএনজি ও মাইক্রোবাসসের সংঘর্ষ হয়। এতে রুমনসহ সিএনজির ৪ যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে মদন মোহন কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রুমন মিয়ার শারীরিক অবস্থা অবণতি হওয়ায় তাকে সিলেটের ওয়সেসিস হাসপাতালে আইসিইউতে রাখা হয়। পরে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ইউনাাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫জুন সোমবার ভোর ৫ঘটিকায় নাফেরার দেশে চলে যায় রুমন।

Exit mobile version