Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে গোষ্ট বিহার মহোৎসবে এমএ মান্নান-সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতকরনে বর্তমান সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রতিটি ধর্মের মানুষ যাতে সম্মানের সহিত বসবাস করতে পারে সেলক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, কোনো ধর্মই সংঘাত সংর্ঘষ, সন্ত্রাসবাদ, দাঙ্গাবাজ ও জঙ্গিবাদসহ কোনো ধরনের সংহিসতা সমর্থন করে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় সকল ধর্মের মানুষ নিরাপত্তা নিশ্চিত করে জীবনমান রক্ষায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করছি। তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান।
তিনি গতকাল শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌরশহরের যাত্রাপাশা এলাকায় শ্রীশ্রী মঙ্গলচন্ডী মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রীকৃষ্ণের শুভ বার্ষিক গোষ্ট বিহার মহোৎসব উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন। গোষ্ট বিহার উদযাপন কমিটির সভাপতি নিবারণ গোপের সভাপতিত্বে ও শশিকান্ত গোপের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, সুমেশ গোপ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দ্বিপক গোপ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মুজিব, আওয়ামী লীগ নেতা মাসুম আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, গোষ্ট বিহার উদযাপন কমিটির কার্যকরী কমিটির সহ-সভাপতিবিজু কান্ত গোপ, ধীরেন্দ্র কুমার পোপ, সাধারন সম্পাদক প্রজেশ কুমার গোপ, অর্থ সম্পাদক জীবন কুমার পোগ, সহ অর্থ সম্পাদক শ্যামল গোপ, প্রচার সম্পাদক স্বপন গোপ, সহ-প্রচার সম্পাদক সুরঞ্জন গোপ,সাংগঠনিক সম্পাদক প্রদন্য গোপ, সহ সাংগঠনিক সম্পাদক বকুল গোপ, সাংস্কৃতিক সম্পাদক রজত গোপ, সহ সাংস্কৃতিক সম্পাদক গোপাল গোপ, দপ্তর সম্পাদক নীরেন গোপ, সহ দপ্তর সম্পাদক জন্টু গোপসহ হিন্দু ধর্মালম্বী নেতৃবৃন্দ।

Exit mobile version