Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে গ্রাম আদালত বিচার প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘গ্রাম আদালত বিচার প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ’র সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তারের সভাপতিত্বে ও প্রকল্পের জগন্নাথপুর উপজেলা সমন্বয়কারী  নিপেশ চন্দ্র পালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, প্রকল্পের জেলা সমন্বয়কারী আব্দুল করিম, গ্রাম আদালত সহকারী কর্মকর্তা শরীফুল ইসলাম, দেলোয়ার হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ইউপি সদস্য শান্তনা ইসলাম, হেনা বেগম।
কর্মশালায় জগন্নাথপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ২৪ ইউপি নারী সদস্য অংশ নেন।

Exit mobile version