Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে চারদিনেও বিকল্প সড়কের কাজ শেষ হয়নি

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের মজিদপুর এলাকায় বেইলি সেতু ভেঙে যাওয়ায় চার দিন ধরে উপজেলা সদর থেকে জেলা শহরের সঙ্গে সরাসরি যান চলাচল বন্ধ আছে। এ অবস্থায় দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার জেলার পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের (আব্দুস সামাদ আজাদ) উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর এলাকায় অতিরিক্ত বালুবোঝাই ট্রাক উঠলে সেতুটি ভেঙে পড়ে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (এসও) মোস্তাফিজুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘যাতায়াতের সুবিধার্থে আমরা দ্রুত বিকল্প সড়কের কাজ শেষ করতে প্রচেষ্টা চালাচ্ছি। আশা করছি এক-দুই দিনের মধ্যে কাজ সম্পন্ন হবে।’

প্রসঙ্গত, পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি মহাসড়কের জগন্নাথপুর থেকে পাগলা পর্যন্ত সাতটি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু আছে। সেতুগুলো ভেঙে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড কম্পানি লিমিটেডকে এ কাজ দেওয়া হয়েছে।

Exit mobile version