Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে চার ব্যবসায়ীকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজারে সরকারী নির্দেশনা অমান্য করায় চার ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে।
আজ রোববার (৩১ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফত এই অর্থদণ্ডের রায় দেন।

জানা যায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে এবং বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে সৈয়দপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে সরকারী নির্দেশনা অনুয়ায়ী স্বাস্থ্যবিধি না মানায় বাজারের চারজন ব্যবসায়ীকে দুই হাজার সাতশত টাকা জরিমানা করা হয়।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত জানান, স্বাস্থ্যবিধি না মানায় চারজন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তবে এই বাজারে উপজেলা প্রশাসনের ব্যাপক ক্রেতা বিক্রেতাদের মধ্যে ব্যাপক সচেতনতা বেড়েছে। মানুষজন মাস্ক ব্যবহার করে সামাজিক দুরত্ব রজায় রেখে কেনাকাটা করছেন। লডডাউনের নির্ধারিত সময় শেষ হলেও সরকারী নির্দেশনা বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, জগন্নাথপুরের সৈয়দুপর এলাকায় ৪৫ বছরের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামছুদ্দিন আহমেদ হাসপাতালের আইসোলশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

Exit mobile version