Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে চুরি ডাকাতি প্রতিরোধে ধারাবাহিক কর্মসূচী

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলায় চুরি ডাকাতি প্রতিরোধ ও আইন শৃংখৃলা পরিস্থিত উন্নতির লক্ষ্যে স্থানীয় আইনশৃংখলা বাহিনীর উদ্যোগে ধারাবাহিক‘ পুলিশ ও জনগনের পারপাস্পিক মতবিনিময় সভা’ অব্যাহত রয়েছে। বুধবার জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খানের সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিনিয়ন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুরসালিন, পুলিশ পরির্দশক (তদন্ত) খান মোঃ মাইনুল জাকির।
সভায় ইউপি সদস্য স্বপ্না রানী রায়, মোছাঃ আফিয়া খানম, মোছাঃ সাজনা বেগম এবং মেম্বার ভূপেন্দ্র সূত্র ধর, মোঃ আব্দুর রব মোঃ ফজলুল হক কবেরী শাহ মোঃ ছানু মিয়া, শাহ খায়রুল ইসলাম, মোঃ জমির উদ্দিন, মোঃ নোমান আহমদ,বকুল চন্দ্র দাশ, মোঃ ফয়জুন নুর গন ও মসজিদের ইমাম সাহেবগন সহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।
সভায় এলাকার আইন শৃংখলা, জঙ্গি তৎপরতা, চুরি, ডাকাতি, মাদক ও জুয়া ইত্যাদি নিয়ন্ত্রনের বিষয়ে আলোচনা হয়।

Exit mobile version