Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে শিক্ষকদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:: জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধকল্পে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকদের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,সহকারী কমিশনার ভূমি আরিফুর রহমান, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুরসালিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলিছুর রহমান, জগন্নাথপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুন নূও, অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ, সৈয়দপুর আর্দশ কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান,রানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর, জগন্নাথপুর মাধ্যমিক শিক্ষক সমিতিরি সভাপতি আতাউর রহমান,জয়ধা মাদ্রাসা অধ্যক্ষ মোঃ মখছুদ্দুল করিম, শ্রীরামসি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী, ষড়পল্লী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু খালেদ, মীরপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আমির হামজা, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুন নাহার বেগম,ইকড়ছই সিনিয়র মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমুখ সভায় বক্তারা সম্প্রতি গুলশান হলি আর্টিজান রেষ্টুরা ও শোলাকিয়ায় ইসলামের নামে জঙ্গি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম। মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। তবুও ইসলামের নাম ব্যবহার করে যারা দেশকে ও ইসলামকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে গনপ্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষকরা।

Exit mobile version