Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জনকল্যাণ ট্রাস্ট হবিবপুরের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে শনিবার দুপুরে জনকল্যাণ ট্রাস্ট হবিবপুর ইউকে এর উদ্যোগে ঘূ্র্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে আর্থিক সহযোগীতা প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার বিশিষ্ট সমাজসেবী ট্রাস্টি সুজাত উল্লাহ মিফতা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাঈন, গ্রামের প্রবীণ মুরব্বী সমাজসেবী হাজী সমছু মিয়া, হাজী ছনর আলী, আব্দুল হক,মোঃ ছাদেক মেম্বার জনকল্যাণ ট্রাস্ট হবিবপুর এর ট্রেজারার ইমরুল হক হিরক, ট্রাস্টি জুনেদ আহমদ, ট্রাস্টি হাসান আহমদ, ট্রাস্টি শিবলী আহমদ। সমাজকর্মী মোঃ কবির উদ্দিন ও নুমান আহমদ এর যৌথ সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মোঃ চুনু মিয়া, মোঃ আলকাব আলী, মোঃ জয়নাল মিয়া, মোঃ মিনার আলী , মো: শামিনুর রহমান, মোঃ মাসুক মিয়া,মোঃ কামাল মিয়া, প্রমুখ।
IMG_8342সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ বলেন, আর্থমানবতার সেবায় কাজ করা সকল মানুষের দায়িত্ব।আমার গ্রামের প্রবাসীদের সমন্ধয়ে গঠিত জনকল্যাণ ট্রাস্ট সত্যিকারের জনকল্যাণে কাজ করায় আমি আনন্দিত। তাদের এইধারনের মানবিক কাজ অব্যাহত থাকবে বলে আশা করছি। জনকল্যাণ ট্রাস্ট হবিবপুর ইউ,কে এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি ট্রেজারার ইমরুল হক হিরক বলেন, জনকল্যাণ ট্রাস্ট হবিবপুর ইউকে, হবিবপুর গ্রামের সার্বিক উন্নয়নে কাজ করতে প্রতিষ্ঠা করা হয়েছে। গ্রামের সকল মানবিককাজে আমরা অংশ নিতে চাই। যার প্রেক্ষিতে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আর্থিক সহায়তা হিসেবে এক লাখ দুই হাজার টাকা আজ বিতরণ করা হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাঈন বলেন, জনকল্যাণ ট্রাস্টের উদ্যাগ সত্যিই প্রশংসনীয়। আমি তাদের মহতি উদ্যোগ সব সময় অব্যাহত রাখার আহ্বান জানাই।
mvwe©K সহযোগিতায় ট্রাষ্টের পরিচালনা পরিষদের সদস্য মোঃ আলী আকাশ, রিজিক হাসান মুরাদ, রফিকুল বাদশা, আশিকুর রহমান, নুর আলী, আবু তাহের, ট্রেজারার জুনেদ আহমদ ও আব্দুল মতিন লাকী।

Exit mobile version