Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের মনিটর চুরি অত:পর উদ্ধার

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের মনিটর চোর ধরা পড়েছে। ধৃত চোর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের লেবু মিয়ার ছেলে জাকির হোসেন। সে দীর্ঘদিন ধরে রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের একটি মুরগীর ফার্মে কাজ করছিল। জানা গেছে,গতকাল সকালে অফিসের কাজে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার অফিসের কাজে বাহিরে গেলে অফিসের অন্যান্য কর্মচারীদের চোখ ফাঁকি দিয়ে কম্পিউটারের মনিটর চুরি করে নিয়ে যায়। বিকেলে অফিসে এসে জনস্বাস্থ্য প্রকৌশলী মনিটর না দেখে খোঁজখবর নিতে শুরু করেন। সোমবার রানীগঞ্জ বাজারের একটি কম্পিউটারের দোকান থেকে চুরি যাওয়া মনিটর ও চোর জাকির হোসেনকে আটক করা হয়। জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার জানান, চুরি যাওয়া মনিটরের খোঁজে অনুসন্ধান শুরু করলে ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা নিজাম উদ্দিন জালালীর প্রচেষ্ঠায় চোরকে আটক করে মনিটর উদ্ধার করা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি আটককৃত চোরকে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে পরিবারের জিন্মায় দেন।

Exit mobile version