Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জন্মাষ্টমী পালিত

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য্যপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সীমিত পরিসরে উদযাপিত হয়েছে। সকালে উৎসব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। পরে গীতা পারায়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সর্বজনীন জন্মাষ্ঠমী উদযাপন কমিটির সভাপতি হীরা মোহন দে এর সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী,উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, কেন্দ্রীয় মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির অর্থ সম্পাদক শশী কান্ত গোপ,

 

প্রবীণ মুরব্বি লিখন দাস প্রমুখ সভায় উপস্থিত ছিলেন হিন্দু কমিটির নেতা পিষুষ রায় কালা,প্রদীপ সূত্রধর,প্রজেশ গোপ,জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, বিভাস দে,কল্যাণ কান্তি রায় সানী। পরে মহা প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন মন্দির কমিটির উদ্যাগে মন্দিরগুলোতে জন্মাষ্টমী পালিত হয়। বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের কারণে এবার জন্মাষ্টমীর র্যালী হয়নি।

Exit mobile version