Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জমে উঠেছে কুরবানির পশুর কেনাবেচা আজ রসুলগঞ্জ বাজারে বসছে বৃহৎ হাট

স্টাফ রিপোর্টার::প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর কেনাবেচা জমে উঠেছে। তবে ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন,বাজারে প্রচুর গরু থাকলেও দাম অনেক বেশী।ঈদ ঘনিয়ে আসায় বাধ্য হয়ে অনেকেই বাজেটের চেয়ে বেশী দামে কুরবানির গরু ক্রয় করছেন। আজ সোমবার বসছে জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় পশুর হাট হিসেবে পরিচিত রসুলগঞ্জ বাজারে বৃহৎ পশুর হাট। ইতিমধ্যে বাজার কর্তৃপক্ষ মাইকিং করে ক্রেতা বিক্রেতাদের আমন্ত্রন জানিয়েছেন। ধারনা করা হচ্ছে শুধু জগন্নাথপুর উপজেলাই নয় আশপাশ কয়েক উপজেলা,সীশন্তবর্তী ছাতক,বিশ্বনাথ ‍দক্ষিন সুনামগঞ্জ,নবীগঞ্জ,দিরাই উপজেলার ক্রেতা বিক্রেতারা কুরবানির বৃহৎ এই হাটে গরু,ছাগল নিয়ে আসবেন। জগন্নাথপুর উপজেলা প্রশাসন সাতটি হাটবাজারে কুরবানির জন্য অস্থায়ী পশুর হাট ইজারা দিলেও উপজেলার প্রায় সবকটি বাজারে বসছে গরুর হাট। বিশেষ করে জগন্নাথপুর বাজার রসুলগঞ্জ বাজার,কলকলিয়া বাজার, কেউনবাড়ি বাজার,রানীগঞ্জ বাজারে জমে উঠেছে পশুর হাট। জগন্নাথপুর পৌর পরিষদ থেকে হ্যালিপেড এলাকায় গরুর হাটের জন্য ইজারা দেয়া হলেও জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে জগন্নাথপুর সুনামগঞ্জ সড়ক জুড়ে বসেছে গরুর হাট। গরু কিনতে আসা লোকজন জানিয়েছেন বাজারে প্রচুর পরিমানে গরু থাকলেও দাম বেশী।
এদিকে গরুর দাম বেশী হওয়ায় অনেকেই বিভিন্ন হাটবাজারে দরকষাকষি করে গরু কেনার চেষ্ঠা করছেন। আবার অনেকেই পছন্দের কুরবানি পশু ক্রয় করছেন। পৌর এলাকার ইকড়ছই গ্রামের বাসিন্দা জাবেদ আহমদ বলেন, বাজারে প্রচুর গরু উঠলেও দাম বেশী হওয়ায় ক্রয় করতে পারছি না অনেকেই। কেউ কেউ দরদাম করে ক্রয় করছেন। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সুমেন চৌধুরী বলেন, গরু কিনতে কয়েকটি বাজার ঘুরে দেখেছি। সময় ফুরিয়ে আসায় কুরবানির গরু ক্রয় করতে চেষ্ঠা করছি। কলকলিয়া ইউনিয়নে বাদশা মিয়া বলেন, অনেক দরদাম করে ৫২ হাজার টাকায় কুরবানির জন্য একটি গরু কিনেছি। উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব বলেন,মঙ্গলবার ঈদ তাই আর সময়ক্ষেপন না করেই ৫০ হাজার টাকা দিয়ে একটি গরু কুরবানির জন্য কিনেছি। মুজিবসহ অনেকেই জানান, জগন্নাথপুরের পশুর হাটে প্রচুর পরিমাণে গরু উঠেছে। বেচাকিনিও ভাল হয়েছে। আজ সোমবার রসুলগঞ্জ বাজারে সর্ববৃহৎ কুরবানির পশুর হাট বসবে বলে আশা করেছেন ক্রেতা বিক্রেতারা। রসুলগঞ্জ বাজারের ব্যবসায় জমশেদ মিয়া তালুকদার বলেন,রসুলগঞ্জ এমনিতেই গরু ছাগলের বৃহত্তর বাজার। ঈদের আগের দিন হাট বার হওয়ায় এ বাজার জমে উঠবে বলে আশা করছি। তিনি ক্রেতারা যাতে নিবিঘ্নে গরু ক্রয় করতে পারেন সেজন্য বিশেষ সুবিধা রয়েছে বলে জানান।

Exit mobile version