Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে পোনামাছ অবমুক্ত, র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টস ::জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে সদরের গুরুত্বপূর্ন সকড় প্রদক্ষিন শেষে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুদদারের সভাপতিত্বে ও জগন্নাথপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত কুমার পালের পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার সভায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া,বিভিন্ন মৎস্য সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন কবির মিয়া, দীপংকর দাস, জাহাঙ্গীর আলম, সাজ্জাদ খাঁন প্রমুখ।
এদিকে দিনের কার্যদিবসের প্রথমেই উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version