Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জীবানুমুক্ত এলাকায় গড়ে তুলতে ব্লিচিং পাউডার দিচ্ছে জনস্বাস্থ্য অধিদপ্তর

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে ব্লিচিং পাউডার দেয়া হচ্ছে জগন্নাথপুরের প্রতিটি ইউনিয়নে। এলাকাগুলো জীবানুমুক্ত রাখতে স্বেচ্ছাসেবকরা ব্লিচিং পাউডার জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে সংগ্রহ করতে পারবেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ব্লিচিং পাউডার ও সাবান বিতরণ করা হয়েছে। পরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকারের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জীবানুনাশক স্প্রে ছিটানোর কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম,ইউপি সদস্য লিয়াকত হোসেন, মুজাফ্ফর আলী, তারা মিয়া, ইকবাল হোসেন সাজ্জাদ, অর্জন দাস, ছালিক মিয়া, আব্দুল কাইয়ুম, আব্দুল হাসিম, হনুফা বেগম প্রমুখ।

Exit mobile version