Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জুম্মার নামাজ পড়তে গিয়ে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরশহরে অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আমিনুল ইসলাম আমির। তিনি হবিবনগর এলাকার বাসিন্দা। তিনি ঠিকাদারী পেশার পাশাপাশি বালি পাতর ব্যবসা করতেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আঞ্চলিক মহাসড়কের পৌরশহরের হবিবনগর জামে মসজিদের সামনের মোরে এ দূর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুল ইসলাম আমির তার হবিবনগর বাসা থেকে মোটরসাইকেল যোগে হবিবনগর জামে মসজিদে জুম্মার নামাজের জন্য বের হন। মসজিদের সামনে আসামাত্র বিপরীদ দিকে থেকে ছুঠে আসা একটি অটোরিকশার সামনের চাকা ছুটে গাড়িটি মোটরসাইকের সঙ্গে প্রচন্ড সংর্ঘষ বাঁধে। এতে মোটরসাইকেল আরোহী ও অটোরিকশা চালক গুরুত্বর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আমিনুল ইসলামকে সিলেট ওসমানি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, নিহত যুবক পৌরশহরের রানা ট্রেইলার্সের স্বত্ত্বাধিকারী রানা মিয়ার ছোট ভাই। তারা প্রায় ২৫ বছর ধরে জগন্নাথপুর পৌরশহরের হবিবনগর এলাকার পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। আমিনুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এদিকে অটোরিকশা চালক জগন্নাথপুর গ্রামের আবু মিয়ার ছেলে তামিম ইকবালকে গুরুত্বর আহতাবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-২ সোহেল আহমদ।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পরির্দশন করেছে।

Exit mobile version