Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জেএসসিতে পাসের হার ৯৬.৩৯ ও জেডিসিতে ৯০.১০ ভাগ জিপিএ-৫ এসেছে ১২২টি

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল সন্তোষ্টজনক। এবারের পরীক্ষায় ১২২টি জিপিএ-৫ এসেছে। এর মধ্যে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ এসেছে ১১৩টি ও জেডিসিতে জিপিএ-৫ এসেছে ৯ টি।
এ বছর জেএসসি পরীক্ষায় ৩২টি বিদ্যালয় থেকে মোট ২ হাজার ৬শত ৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২ হাজার ৫ শত ৯২ জন। জেডিসিতে ১৭টি মাদ্রাসা প্রতিষ্টান থেকে ৯শত ১০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৮শত ২০ জন। এদিকে সকাল থেকে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ে ফলাফল জানতে ভীড় করেন। ফলাফল প্রকাশের পর উত্তীর্ণরা উল্লাসে মেতে উঠেনে। অনেকে আবার অনলাইনে ফলাফল জানতে চেষ্ঠা করেন।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা মোখলেছুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, জগন্নাথপুর উপজেলায় জেএসসি পরীক্ষায় পাশের হার ৯৬.৩৯ ও জেডিসি পরীক্ষায় পাশের হার ৯০.১০ ভাগ। এবারের ফলাফল গত বছরের চেয়ে ভাল হয়েছে বলে তিনি জানান।

Exit mobile version