Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জেএসসি পাসের হার ৮৬.৮৬ ও জেডিসি পরীক্ষায় ফলাফলে পাসের হার ৮৮.৮৪

স্টাফ রিপোর্টার :: শনিবার প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা জেডিসিতে জগন্নাথপুর উপজেলার ফলাফল সন্তোষজনক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবছর জেএসসি পরীক্ষায় পাশের হার ৮৬.৮৬ ও জেডিসি পাসের হার ৮৮.৮৪ভাগ । জেএসসিতে পরীক্ষায় জিপিএ-৫ এসেছে ৭৭ টি জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩টি। এবারের জেএসসি পরীক্ষায় ৩২টি শিক্ষা প্রতিষ্টান থেকে ২ হাজার ৭শত ২৪ জন পরীক্ষার্থী অংশ নেয় এর মধ্যে কৃতকার্য হয়েছে ২ হাজার ৩শত ৬৬ জন। জেডিসিতে ১৭টি প্রতিষ্ঠানে ৮শ ৩৩জন অংশ নিয়ে পাস করে ৭৪০ জন। জিপিএ-৫ এসেছে মাত্র ৩টি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, জগন্নাথপুর উপজেলার জেএসসি ও জেডিসি পরীক্ষার সার্বিক ফলাফল সন্তোষজনক। জেএসসিতে জিপিএ-৫ এর সংখ্যা ভাল হলেও জেডিসিতে জিপিএ-৫ এর সংখ্যা কম।

Exit mobile version