Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ- বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশকে অনুসরন করছে

স্টাফ রিপোর্টার :::সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আহাদ বলেছেন,বর্তমান সরকার একটি উন্নত বাংলাদেশ গড়তে কাজ করছে। বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশকে অনুসরন করছে। তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের কারনে।তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নত রাষ্ট্রের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বাব জানান তিনি।
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে ভিশন-২০২১ এসডিজি ২০৩০ বাস্তবায়ন এবং নিরাপদ সড়ক বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজু্ল আলম মাসুন এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন এর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীন রাজনীতিবীদ সিদ্দিক আহমদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মখলিছুর ররহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার,মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার দাশ,জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া,শ্রমিক নেতা বিকাশ রায় প্রমুখ

Exit mobile version