Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামীলীগের সভা

স্টাফ রির্পোটার :: জেল হত্যা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি সিদ্দিক আহমদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে হত্যাকান্ডের পর কারাগারের নির্জন স্থানে জাতীয় চার নেতা হত্যাকান্ড ছিল ঘাতকদের ধারাবাহিকতা। এর মাধ্যমে ষড়যন্ত্রকারীরা বাংলার মাটি থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। দেশ ও জাতির কল্যানে যারা আত্মত্যাগ করেছেন তাদের চেতনায় উদ্ধদ্ব হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার জন্য তিনি আহবান জানান।
সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, প্রবাসি আওয়ামীলীগ নেতা আ,স,ম তাহিদ, উপজেলা আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান আরশ আলী, আনফর উল্লাহ, উপজেলা কৃষকলীগ সভাপতি আফসর উদ্দিন ভূইয়া, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল গফুর, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম, সাধারন সম্পাদক দ্বীপাল কান্তি দে দ্বীপক, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু কয়েছ ইসরাইল, মীরপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক বাবুল আহমদ, পাইলগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ কলমদর আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি ফজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এমদাদ আহমদ, আবু তাহের রুহান, পৌর যুবলীগ নেতা সুজিত দেব, আকমল হোসেন, উপজেলা ছাত্রলীগের প্রস্তুুতি কমিটির সহ-সভাপতি সাফরোজ ইসলাম, সাধারন সম্পাদক রুমেন আহমদ, যুগ্ন সম্পাদক আব্দুল মুকিত, উপজেলা ছাত্রলীগ নেতা নাসির আহমদ, পৌরছাত্রলীগ সভাপতি সায়েক আহমদ, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক রেজাউল ইসলাম রেজা, মীরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক বাদশা মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শিশু মিয়া, পাটলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠু, পাইলগাও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক তানভীর আহমদ প্রমুখ।

Exit mobile version