Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জ্বর জনিত রোগের প্রাদুর্ভাব, চিকুনগুনিয়া আতংক

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরের গ্রামে গ্রামে চিকুনগুনিয়া জ্বরের আতংক ছড়িয়ে পড়ছে। গত এক ধরে এ উপজেলায় জ্বরজনিত রোগের প্রার্দুভাব দেখা দেয়ায় অনেকই চিকুনগুনিয়া জ্বরের আশংকা করছেন। তবে স্থানীয় উপজেলা স্বাস্থ্য চিকিৎসকরা চিকুনগুণিয়া রোগের কোন লক্ষন জগন্নাথপুরে নাই বলে জানিয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, সপ্তাহব্যাপি শতাধিক ব্যক্তি জ্বর ও টাইপের রোগের অক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। প্রতিদিনই প্রতিদিনই ১০ থেকে ১২ জন রোগি স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহন করছেন।

শুক্রবার ভোর থেকে সকাল সাড়ে ১১টায় পযর্ন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরে আক্রান্ত হয়ে ৬ জন রোগি ভর্তি হয়েছেন। এ রোগে শিশুসহ সব বয়সি মানুষ আক্রান্ত হচ্ছেন। এবারের জ্বরের ধরন অন্যান্যা সময়ের চেয়ে একটু বেশি কষ্টদায়ক বলে আক্রান্তরা জানিয়েছেন।

অনেকেই আবার চিকুনগুনিয়া রোগের আশংকায় ভোগছেন। তবে চিকিৎসকরা চিকুনগুনিয়া রোগের আশংকা নেই বলে জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরজমিন গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কেন্দ্রের পুরুষ ও মহিলা ওয়ার্ডে অর্ধশতাধিক জ্বর ও টাইপেড রোগে ভর্তি রয়েছেন। এর মধ্যে অধিকাংশ শিশুরা রয়েছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে আসা চার মাসের শিশু রাহিম হাসানের মা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, গত তিন দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে শিশু সন্তানটি। শুক্রবার উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছি। কর্মরত চিকিৎসকের পরামর্শে শিশুটিকে ভর্তি করেছি। দুশ্চিতায় রয়েছি চিকুনগুনিয়া রোগের।

আরেক রোগি জগন্নাথপুর গ্রামের বাসিন্দা লাইলি বেগম (১৮) জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে পড়ি। এবারের জ্বরে সারা শরীরে প্রচন্ড ব্যথা করে। কোনো কিছু খেতে ভাল লাগে না। মাথাও বেশি ধরা থাকে। গতকাল বৃস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি।

এদিকে পৌরশহরের বিভিন্ন ফার্মেসিতে জ্বরজনিত রোগে আক্রান্ত রোগিদের ভীর দেখা গেছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত ডাঃ শারমিন আরা আশা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, গত কয়েকদিন ধরে জ্বর ও টাইডেপ রোগে আক্রান্ত হয়ে রোগিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। প্রতিদিনই রোগিরা আসছেন। চিকুনগুনিয়া রোগের কোন লক্ষন ধরা পড়েনি। এটি স্বাভাবিক রোগ।

Exit mobile version