Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ঝড়ে পড়ছে শিক্ষার্থী,প্রথম দিনে অনুপস্থিত ৩২০

 

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সমাপনি ও ইবতেদায়ি পরীক্ষার প্রথম দিন রোববার পরীক্ষা দেয়নি ৩শত ২০ জন শিক্ষার্থী। তবে কি কারনে তারা পরীক্ষায় অংশ নেয়নি তার কারণ জানা যায়নি।
জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিস জানায়, এবার উপজেলার ২০৭টি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনি পরীক্ষার্থী সংখ্যা ৪ হাজার ৭শত ১৯জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র সংখ্যা ২ হাজার ২১ জন ও ছাত্রী ২ হাজার ৬শত ৯৮ জন। রোববার পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২শত ৩২ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ১শত ২৬জন এবং ছাত্রী ছিল ১শত ৬জন।

অপর দিকে ২৭টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থী সংখ্যা ৮শত ২০ জন শিক্ষার্থী । অনুপস্থিত শিক্ষার্থী ৮৮জন। এরমধ্যে ছাত্র ৬৭ ও ছাত্রী ২১জন।

জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এবছর জগন্নাথপুরে ১৯টি পরীক্ষা কেন্দ্রে সমাপনি ও ইবতেদায়ি পরীক্ষার্থীর সংখ্যা ছিল। ৫ হাজার ৫শত ৩৯ জন শিক্ষার্থী। প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩শত ২০জন শিক্ষার্থী। তবে কি কারণে পরীক্ষায় শিক্ষার্থী অংশ নেয়নি তার খোঁজ খবর নিচ্ছি।

প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষায় ১শত ৪৫জন শিক্ষার্থী পরীক্ষা দেয়নি। দিন দিন ঝড়ে পড়ছে শিক্ষার্থী। এতে জগন্নাথপুরের সচেতনমহল উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

Exit mobile version