Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব

স্টাফ রিপোর্টার :সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ঠাণ্ডা ও শীতজনিত রোগের প্রাদুর্ভাব মারাত্মকভাবে দেখা দিয়েছে। প্রতিদিনই ৩০ থেকে ৩৫ জন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও জগন্নাথপুরের বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং ফার্মেসীগুলোতে ভীর করছেন রোগীরা।

বুধবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায়, ৫১ শয্যা বিশিষ্ট হাসপাতালটির শয্যা পরিপূর্ণ রোগিদের সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
ঠাণ্ডা জনিত রোগের আক্রান্ত বেশি শিশু ও বয়স্ক ব্যক্তিরা। আক্রান্তদের মধ্যে জ্বর, ও ডায়রিয়ার রোগি বেশি।

হাসপাতালে আসা উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোণা গ্রামের বাসিন্দা শামিম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে আহমদ বলেন, গত পাঁচদিন ধরে আমার এক বছরের শিশু ছেলেকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছি। সে ডায়রিয়ায় আক্রান্ত হয়। আজকে অনেকটা ভালো।

মীরপুর ইউনিয়নের নজিরপুর গ্রামের মাসুম আলী তিনিও জানালেন, তার দেড়বছরের শিশু কন্যা ডায়রিয়ার আক্রান্ত হয়। গত তিনদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে শিশু কন্যা। এখন মোটামুটি সুস্থ রয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠা-াজনিত কারনে প্রায় প্রতিদিনই ৩০-৩৫ জন করে আক্রান্ত রোগিরা
স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিচ্ছেন। আমরা আন্তরিকতার সহিত আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছি।

Exit mobile version