Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীসহ মোট আক্রান্ত ১১, করোনামুক্ত ৪

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছেই চলছে। সম্প্রতি জগন্নাথপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, অফিস স্টাফসহ মোট আক্রান্ত হয়েছেন ১১ জন। এরমধ্যে ১ জন নারী চিকিৎসকসহ ৪ জন স্বাস্থ্যকর্মী সুস্থ হয়েছেন। অপর আক্রান্তরা আইসোলেশনে রয়েছেন। এসব তথ্য স্বাস্হ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে।

উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সুত্র জানায়, গত ২৩ মার্চ এ উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত ৯৩ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক, একজন সিনিয়র ষ্টাফ নার্স, একজন অফিস স্টাফ, নমুনা সংগ্রহকারীসহ ১১ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪ জন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনা ক্রান্তিলগ্নে মানুষের জন্য কাজ করতে গিয়ে আমাদের একজন নারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ ১১ জন করোনাযোদ্ধা আক্রান্ত হন। এরমধ্যে ৪ জন স্বাস্থ্যকর্মী সুস্থ হয়েছেন। তিনি জানান, জগন্নাথপুরে মোট করোনা আক্রান্ত ৯৩ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬৫জন।

Exit mobile version