Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ডিপ্লোমা কৃষিবিদদের প্রাণের দাবি ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে সভা ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা মোতাবেক ডিপ্লোমা কৃষিবিদদের প্রাণের দাবি ১০ম গ্রেড বেতন স্কেল অবিলম্বে বাস্তবায়নের দাবিতে কেন্দ্রেীয় কর্মসূচীর অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন উদ্যোগে এক আলোচনাসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন সভাপতি ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা তপন চন্দ্র শীলের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ নাজিম উদ্দিন, মোঃ রুহুল আমীন,মোঃ মাহফুজুর রহমান, মোঃ ফজলুর রহমান, কেয়া আচার্য্য, মোঃ আবুল হাসেন প্রমুখ। উল্লেখ্য ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সমমানদের প্রাণের দাবি ১০ম গ্রেড বেতন স্কেল ঘোষনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনার তিন বছরেও তা বাস্তবায়ন না হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচী ঘোষনা করা হয়।

Exit mobile version