Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে তিনটি টং দোকান উচ্ছেদ, ঢাকাইয়া বেকারীকে২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে তিনটি টং দোকান উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ওই তিনটি দোকান উচ্ছেদ করা হয়। উপজেলা নির্বাহী কার্যালয় সুত্র জানায়, উপজেলা সদরের কামাল কমিউনিটি সেন্টারে পাশে সরকারী জায়গা দখল করে তিনটি টং দোকান স্থাপন করা হয়। বেআইনিভাবে সরকারী সস্পদ দখল করে টং দোকান স্থাপন করায় ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনটি টং দোকানঘর উচ্ছেদ করা হয়। এছাড়াও সিএ মার্কেট এলাকায় ঢাকাইয়া বেকারীতে
অভিযান চালিয়ে অস্বাস্থ্য পরিবেশে পূণ্য তৈরীর কারনে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানের সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারী ভূমিতে টং দোকান স্থাপন করায় তা উচ্ছেদ করা হয়েছে।

Exit mobile version