Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে তিনদিন ব্যাপি নারী ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন অধিপ্তরের উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক তিনদিনব্যাপি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক জনসচেতনামূলক প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম।
এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ দেবের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল গফুরের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, নারী সদস্য এলাছি বেগম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহশীলদার) নিখিল পুরকাস্থ, শিক্ষার্থী লিমা আক্তার প্রমুখ।
জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীব দেব  জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নারীদের আত্মকর্মশীল গড়ে তোলতে ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ শুরু হবে। যার অংশ হিসেবে গতকাল রানীগঞ্জ ইউনিয়নের এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ে অপর ইউনিয়নগুলোতে এই কার্যক্রম হবে।

Exit mobile version