Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে তিনদিন ব্যাপি মৎস্য খামারিদের প্রশিক্ষণ শুরু

সুনামগঞ্জের জগন্নাথপুরে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ পদ্ধতি বিষয়ক তিনদিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ রোববার থেকে স্থানীয় সরকার বাংলাদেশ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) উদ্যোগে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে জগন্নাথপুরের ৪০জন মৎস্য খামারি অংশ নেন। এ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে জগনন্নাথপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফারজানা বেগমের সভাপতিত্বে একসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, জাইকা প্রকল্পের জগন্নাথপুর উপজেলা কো-অডিনেটর রাজিব কুমার দাস, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।

Exit mobile version