Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে তিন যুবকের ফাঁদে আটকে গেল একটি মেছোবাঘ

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে তিন যুবকের ফাঁদে ধরা পড়ল একটি মেছোবাঘ। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নোয়াগাও গ্রামে একটি মাছের ফিসারিতে মেছোবাঘটি ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দরা জানান, ওই গ্রামের তিন যুবক তুরন আহমদ, ছুরুক মিয়া ও মাখন মিয়ার যৌথ মালিকানাধীন মাছের ফিসারিতে মেছোবাঘটি প্রায়ই ফিসারির মাছ খেতে আসতো। বাঘটির অত্যাচারে অতিষ্ঠ ফিসারির মালিকরা। অবশেষে তারা একটি ফাঁদ পেতে মেছোবাঘকে আটক করে ছুরুক মিয়ার বাড়িতে রেখেছন। মেছোবাঘটি দেখতে এলাকার লোকজন ভিড় করছেন ওই বাড়িতে।

ফিসারির মালিক তুরন আহমদ, ছুরুক মিয়া ও মাখন মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, মেছবাঘটি অত্যাচারি অতিষ্ট ছিলাম আমরা। প্রায় প্রতিদিনই ফিসারির মাছ খেয়ে চলে যেত। মেছোবাঘটি ধরতে আমরা একটি লোহার খাঁচা তৈরী করে তার ভিতরে একটি মোরগ বেঁধে ফাঁদ পেতে রাখি।। রাত ১০টার মেছোবাঘটি ফাঁদে আটকা পড়ে। মেছবাঘটি এখন আমাদের নিকট রয়েছে।

Exit mobile version