Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে তীব্র গরম, নেই বিদ্যুৎ-বৃষ্টি, অতিষ্ঠ জনজীবন

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর তীব্র
 গরমে অতিষ্ঠ জনজীবন।
গরমের পাশাপাশি  নেই বিদ্যুৎ, বৃষ্টি কিংবা দক্ষিনা বাতাস।  ফলে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষজনকে।
গত কয়েকদিন ধরে প্রচণ্ড তাপদাহ চলছে॥ শুক্রবার ছিল অন্যদিনের তুলনা একটি বেশি গরম। এরমধ্যে সকাল ৮ টা থেকেই  বিদুৎ নেই। বিদুৎ কর্তৃপক্ষে জানিয়েছে ৩৩ হাজার কেভি বিদুৎ লাইনে সংস্কার কাজ চলছে। বিকেলে ৫টায় বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।
এদিকে অসহনীয় গরমে জ্বর-সর্দি, ডায়রিয়াসহ গরম জনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে আশংঙ্কা দেখা দিয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর জগন্নাথপুর। টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রচন্ড তাপদাহে শিশু  ও বয়স্ক লোকজনের গরম জনিত রোগে আক্রান্ত হতে পারেন। ইতিমধ্যে বেশ কয়েকজন ডায়রিয়ার আক্রান্ত রোগি স্বাস্হ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
Exit mobile version