Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে তীব্র যানজট, আইনশৃঙ্খলা সভায় নিরসনের আহবান

স্টাফ রিপোর্টার::: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে তীব্র যানজট চলছে অনেকদিন ধরে। ফলে জনদূর্ভোগ চরমে উঠলেও যানজট নিরসনে কোন উদ্যোগ উদ্যোগ নেয়া হচ্ছে না।
গতকাল মঙ্গলবার উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় নাগরিক দূর্ভোগ লাঘবে দ্রুত যানজট নিরসনের পদক্ষেন গ্রহনের জন্য কমিটির নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন।
জগন্নাথপুরের ইউএনও (চ.দা) দক্ষিন সুনামগঞ্জের উপজেলা নির্বাহী কর্মর্কা মোঃ শফি উল্লাহ’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, আইনশৃঙ্খলা কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর থানার উপ পরির্দশক সাইফুল আলম, মুক্তিযোদ্ধা আব্দুল হক, ডা, মধু রঞ্জন ধর, বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, বিদ্যুৎ অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী পরাগ হায়দার প্রমুখ।
আইন শৃঙ্খলা কমিটির সদস্য শিক্ষক সাইফুল ইসলাম রিপন বলেন, র্দীঘদিন ধরে পৌরশহরে তীব্র যানজটের প্রকট আকার ধারন করেছে। ফলে জনদূর্ভোগ উঠেছে চরমে। এছাড়াও শহরে জুড়ে এলোমেলোভাবে যানবাহন পড়ে থাকে। যে কারনে যানজট লেগেই থাকে। দ্রুত এই নাগরিক দূর্ভোগ নিরসনের জন্য আমরা স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানিেেয়ছে।
সভায় জগন্নাথপুরের ইউএনও (চ.দাঃ) মোঃ শফি উল্লাহ জানান, নাগরিক দূর্ভোগ এড়াতে জগন্নাথপুরের যানজট লাঘবে পদক্ষেপ গ্রহন করা হবে।

Exit mobile version