Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত- ৫ আটক ৩

স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষের
ঘটনায় ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুত্বর আহত দুইজনকে সিলেট
ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ
তিনজনকে আটক করেছে।
শনিবার রাতটার ১০ দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরশহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা
মিছির আলীর ছেলে মাহবুব হোসেন, তালেব আলী ছেলে নাজিব ও একই হাজী আশিক
মিয়ার ছেলে আব্দুল আজিজ এবং মোহাব্বত আলীর ছেলে তানভির আলীসহ
অন্যসহকর্মীরা সুনামগঞ্জ শহর থেকে ছাত্রলীগের একটি কর্মসুচী শেষে শনিবার
বিকেলে বাড়ি ফিরছিল গাড়ি করে। গাড়ির জানালার গ্লাস খোলা নিয়ে মাহবুব
হোসেন ও আব্দুল আজিজ এর মধ্যে কথাকাকাটি হয়। এ সময় অন্যন্যা সহকর্মীরাদের
প্রচেষ্ঠায় বিষয়টির নিস্পত্তি হয়। পরে আবার তাদের মধ্যে উপজেলার সদরে
বিরোধ দেখা দেয়। ওই ঘটনার জের রাত সাড়ে ১০ টার দিকে দু’পক্ষের গোষ্টির
লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৫ জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত আকমল
হোসেন ও সুজন মিয়াকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশনকালে এক পক্ষের তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন আবুল কাসেম, শাহজাহান ও সিপন মিয়া।
তানভির হোসেনের মামা আব্দুল কাইয়ুম জগন্নাথপুর২৪ ডটকমকে বলেন, তুচ্ছ বিষয় নিয়ে প্রতিপক্ষের লোকজন আমাদের বাড়িতে অন্যায়ভাবে প্রবেশ করে হামলা করেছে। পুলিশ আমার
নিরপরাধ ছোট ভাই আবুল কাসেমসহ আমাদের তিনজনকে ধরে নিয়ে গেছে।
অপর দিকে মিছির আলীর পক্ষের লোকজন বলেন, তাদের লোকজনের উপর আগে হামলা করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর২৪ ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে
পরিস্থিতি শান্ত করেছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

Exit mobile version