Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ত্রান বিতরণে দলীয় কেউ অনিয়ম করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে :সিদ্দিক আহমদ

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ বলেছেন, বন্যা দূর্গত মানুষের জন্য সরকারী ত্রান নিয়ে কেউ যাতে চালবাজি না করতে পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ত্রান বিতরনে দলীয় কেউ অনিয়ম ও দূর্নীতি করলে তাদের বিরুদ্ধে সাগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য সরকার কর্তৃক ওএমএস’র চাল, ভিজিএফ’র কার্যক্রম সুষ্ঠভাবে হচ্ছে কিনা তা আমাদের খেয়াল রাখতে হবে। তিনি দূর্গত মানুষের পাশে থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত দূর্যোগ মোকাবেলা, সরকারী ত্রান বিতরণ ও সাংগঠনিক কার্যক্রম বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মালিক, যুগ্ন সাধারন সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহমদ, সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব, উদ্দীন, সহপ্রচার সম্পাদক -ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা মশহুদ মিয়া, ফখরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব খান, ইউপি আওয়ামীলীগ নেতা দ্বিপাল কান্তি দে, হাজী জমশেদ আলী, আজাদ কাবেরী, আবু কয়েস ইসলাইল, হাজী সুন্দর আলী, আবদুল তাহিদ, নুরুল হক, মিজানুর রহমান, সাজ্জাদ মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা বকুল গোপ, ইব্রাহিম আলী, শফিক মিয়া, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, সুজিত কুমার দে, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, রোমেন আহমদ, মামুন আহমদ, তৌহা চৌধুরী প্রমুখ।

Exit mobile version