Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দখলমুক্ত হলো খাল ও সরকারি ভূমি

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের রত্না নদীর ওপর সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া উচ্ছেদ করা হয়েছে সৈয়দপুর-গোয়ালাবাজার সড়ক ও খাল দখল করে অবৈধভাবে নির্মিত দেয়ালও। আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাত।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাত
জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি জায়গা দখলমুক্ত করার অংশ হিসেবে আজ এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন, এ উপজেলার নদী খাল ও সরকারি জায়গা দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version