Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দুই ইউপি চেয়ারম্যানের বিরোধ নিস্পত্তি

স্টাফ রিপোর্টার ::
দীর্ঘদিন বিরোধের অবসান ঘটেছে জগন্নাথপুরে দুই ইউপি চেয়ারম্যানের। রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত এ দুই ইউপি চেয়ারম্যানের বিরোধ নিস্পতি করেন জগন্নাথপুরের আওয়ামী লীগ পরিবারের অভিভাবক প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।

জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসি আওয়ামী লীগ আবুল হাসান ও বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসি তৈয়ব কামালীর মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। একের অপরের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বিরোধ চলেই আসছে। সম্প্রতি বর্তমান চেয়ারম্যান তৈয়ব কামালী নিজের নিরাপত্তা নিয়ে থানায় সাবেক চেয়াম্যান আবুল হাসানের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরী দায়ের করে। এতে করে আবাবও বিরোধ দেখা দেয়। এমতাবস্থায় জগন্নাথপুরের সর্বজন শ্রেদ্ধেয় ব্যক্তি প্রবীন আওয়ামী লীগ নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদের প্রচেষ্টায় দু’ ইউপি ইউপি চেয়াম্যানের উপস্থিতিতে তাদের নিজের মধ্য সৃষ্ট দীর্ঘদিনের বিরোধের নিস্পত্তি করেন। ওই সময় দুই চেয়ারম্যান বুকে বুক মিলে কোলাকুলিও করেছেন। এ সময় দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া জগন্নাথপুর টুয়ন্টেফিোর ডটকমকে বলেন, আমাদের প্রবীন নেতা প্রচেষ্টায় দুই সাবেক চেয়ারম্যানের দ্বন্দ্ব শেষ হয়েছে। তবে মামলায় বিষয়টি আইনানুগতভাবে শেষ হবে।

এব্যাপারে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তৈয়ব কামালী ও সাবেক চেয়ারম্যান আবুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দু’ জনই খবর’র সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোট কেন্দ্র আবুল হাসানের সমর্থকরা হামলার চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে। ওই নিবার্চন আবুল হাসানকে পরাজিত করে তৈয়ব কামালী নির্বাচিত হয়েছে।

Exit mobile version