Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংর্ঘষে আহত -১৫

ষ্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে সাইনবোর্ড স্থাপন কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪ টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামবাসী কুবাজপুর নতুন মসজিদের সামনে কিছুদিন পূর্বে ‘আপনাদের যাত্রা শুভ হোক’ নামে একটি সাইনবোর্ড স্থাপন করেন। একই উপজেলার পাইলগাও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কাজল মিয়ার পক্ষের লোকজন ওই সাইনবোর্ডটি ঘটনার দিন উপড়ে ফেলে দেয়। এতে কুবাজপুর গ্রামের সুলতান মিয়ার পক্ষের লোকজন প্রতিবাদ জানালে উভয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে লোকজন মাইকিং করে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে উভয় গ্রামের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত হাজী ছালিক মিয়া (৬৫), মাছুম আহমদ (২১), মজনু মিয়া (২৫), ও রাজু আহমদ (১৭)কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর আহত কদ্দুস আলী (৬৫), আবুল কাসেম (৩০), ছাদিকুর রহমান (২৮), নাজিম উদ্দিন (২২)সহ অপরাপর আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে জগন্নাথপুর থানার এস,আই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
জগন্নাথপুর থানার এস,আই আনোয়ার হোসেন জগন্নাথপুর টুয়েন্টিেেফার ডটকম কে জানান, ঘটনাস্থল পরির্দশন করেছি। পরিস্থিতি এখন শান্ত।

Exit mobile version