Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দুই পক্ষের বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধসহ আহত ২০

স্টাফ রির্পোটার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধসহ ২০ আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধসহ ১২সহ ১৪ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সকাল ৮ টায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়ন শ্রীধরপাশা গ্রামের আব্দুল মালিক ও জাবেদ কৌরশের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলছিল। মঙ্গলবার জাবেদ আলম কৌরেশীর পক্ষে লোক আফরোজ আলীর পুত্র মাছুমসহ ৩ জন কিশোর আবদুল মালিকের পক্ষের আবদুল খয়েরের পুত্র রাহাত কে মারধোর করে। এরই জের ধরে ঘটনার দিন উভয় পক্ষের লোকজন বন্ধুকসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। এর মধ্যে গুলিবিদ্ধ আনোয়ার হোসেন (২২), রাসেল (২৮), আবু লেইছ (২৬), তোফারেল (২৫), আফছর খা (৩৮), ফখরুল আবেদিন (৪৫), আব্দুল করিম (৫০), সোয়েব আহমদ (১৬), রায়হান (৪০), সুজন (২৮), মঈন উদ্দিন (২২), সোহাগ মিয়া (১৭), সরোফ মিয়া (৬০ ও রাজু মিয়া (৪৫) সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত তোফাজ্জুল (১৫), আবু লিজা (৪৫) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এস,আই কাইমুল জানান, পূর্ব বিরোধের জের ধরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

Exit mobile version